অনলাইন ডেস্ক,
প্রিমিয়ার
ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা সাবেক সাংসদ এইচবিএম ইকবাল। তিনি
দীর্ঘদিন ধরে ব্যাংকটির চেয়ারম্যান পদে ছিলেন। এই প্রভাব খাটিয়ে সম্প্রতি ব্যাংক থেকে
বিপুল অর্থ উত্তোলন করেন। অবৈধভাবে অর্থ উত্তোলন এর সুবিধা দেওয়ায় প্রিমিয়ার ব্যাংককে
জরিমানা করে বাংলাদেশ ব্যাংক।
সূত্র বলছে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল
ইন্টেলিজেন্স ইউনিট
(বিএফআইইউ) গত
বছরের নভেম্বরে
এইচবিএম ইকবাল
ও তার
পরিবারের সদস্যদের
এবং তাদের
মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের
লেনদেন স্থগিত
করেছিল। স্থগিত
ব্যাংক হিসাব
থেকে কোনো
ধরনের অর্থ
উত্তোলন করার
সুযোগ নেই।
তারপরও অবৈধভাবে
ওই হিসাব
থেকে প্রায়
১ কোটি
১১ লাখ
টাকা এবং
৩০ হাজার
মার্কিন ডলার
উত্তোলন করেছেন
তিনি।
এ ঘটনায়
প্রিমিয়ার ব্যাংককে
অর্থ পাচার
প্রতিরোধ আইন,
২৩(৬)
ধারা অনুযায়ী
জরিমানা করেছে
বাংলাদেশ ব্যাংক।
আইনের ওই
ধারায় বলা
হয়েছে, কোনো
হিসাব জব্দ
বা স্থগিত
করার পর
ব্যাংক যদি
সেই নিষেধাজ্ঞা
মানতে ব্যর্থ
হয়, তাহলে
সংশ্লিষ্ট ব্যাংককে
সমপরিমাণ জরিমানা
দিতে হবে।
তাই, এইচ
বি এম
ইকবাল যেসব
অর্থ উত্তোলন
করেছেন, সেই
পরিমাণ অর্থ
জরিমানা হিসেবে
প্রিমিয়ার ব্যাংককে
দিতে বলা
হয়েছে।
এ বিষয়ে
বিএফআইইউ’র
শীর্ষস্থানীয় এক
কর্মকর্তা নিশ্চিত
করেছেন। তিনি
জানান, এ
বিষয়ে আজই
চিঠির মাধ্যমে
প্রিমিয়ার ব্যাংককে
জানানো হয়েছে।
তবে প্রিমিয়ার
ব্যাংকের পক্ষ
থেকে এ
বিষয়ে কোনো
মন্তব্য পাওয়া
যায়নি।
আইনের ওই ধারায় বলা আছে, কোনো হিসাব জব্দ বা স্থগিত করার পর সেটি মানতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যাংককে স্থিতির সমপরিমাণ জরিমানা করা যাবে। তাই এইচবিএম ইকবাল জব্দ ব্যাংক হিসাব থেকে যে পরিমাণ অর্থ উত্তোলন করেছেন, প্রিমিয়ার ব্যাংককে সেই পরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে।
জরিমানার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘বিএফআইইউ একটি স্বতন্ত্র ও তদন্তকারী সংস্থা। তাই সংস্থাটির সিদ্ধান্তের বিষয়ে আমরা কোনো মন্তব্য করব না।’
বেতনা নিউজ ২৪ /অ/ডে
মন্তব্য করুন