অনলাইন ডেস্ক,
বরিশালের
বরগুনার আমতলী
উপজেলার পৌর যুবলীগের সভাপতি ও বরগুনা জেলা
পরিষদের সাবেক সদস্য অ্যাডভোকেট আরিফ উল হাসান আরিফসহ
তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। অপারেশন ডেভিল হান্ট পরিচালনার মাধ্যমে তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আমতলী থানা পুলিশ।
গতকাল বুধবার (২৩
এপ্রিল) রাত ৮টার দিকে আমতলী পৌরসভার ওয়াবদা নামক এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, আমতলী পৌর যুবলীগের সভাপতি আরিফ উল হাসান আরিফের
নেতৃত্বে কিছু নেতাকর্মী মিলে মিছিল বের করার উদ্দেশ্যে একটি গোপন সভা করছিলেন, এমন সংবাদের ভিত্তিতে আমতলীর বিভিন্ন এলাকায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হয়।
এ
বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ সাংবাদিকদের বলেন, অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে পৌর যুবলীগের সভাপতি আরিফসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
বেতনা নিউজ
২৪ /অ/ডে/
মন্তব্য করুন