মোঃ সাইফুল ইসলাম
প্রকাশ : Apr 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

আনন্দ উল্লাসে পালিত হলো ‘আনন্দ শোভাযাত্রা’

অনলাইন ডেস্ক,

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হওয়া বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শেষ হয়েছে। এর আগে সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় শুরু হওয়া এই শোভাযাত্রায় অংশ নেন হাজারো মানুষ। সকাল সাড়ে ১০ টার দিকে আনন্দ শোভাযাত্রাটি চারুকলা অনুষদে গিয়ে পুনরায় শেষ হয়।

পহেলা বৈশাখ সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক . নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে টিএসসি মোড়, শহীদ মিনার, বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ  জানিয়েছে, এবারের শোভাযাত্রায় ২৮টি জাতিগোষ্ঠী, বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন দেশের অতিথি অংশ নিয়েছেন। বছর প্রধান ৭টি মোটিফ রাখা হয়েছে। এর মধ্যে বাংলাদেশে দীর্ঘসময়ের ফ্যাসিবাদী শাসনের চিত্র তুলে ধরতে ফ্যাসিবাদের মুখাকৃতি মোটিফ রাখা হয়েছে।  

এছাড়াও এবারের শোভাযাত্রায় বাংলাদেশের জাতীয় প্রতীক বাঘ, ইলিশ মাছ, শান্তির পায়রা, পালকি রয়েছে। বছর ফিলিস্তিনের নিপীড়িত মুসলমানদের লড়াই সংগ্রামের সঙ্গে সংহতি জানিয়ে তরমুজের ফালি মোটিফ হিসেবে রাখা হয়েছে। তরমুজ ফিলিস্তিনিদের কাছে প্রতিরোধ অধ্যাবসায়ের প্রতীক হিসেবে পরিচিত।

বড় মোটিফের পাশাপাশি বছর মাঝারি মোটিফ রয়েছে ৭টি। এর মধ্যে সুলতানি মুঘল আমলের মুখোশ, রঙিন চরকি, তালপাতার সেপাই, তুহিন পাখি, পাখা, ঘোড়া লোকজ চিত্রাবলির ক্যানভাস রয়েছে।

এছাড়া ছোট মোটিফগুলোর মধ্যে রয়েছে ফ্যাসিবাদের মুখাকৃতি, বাঘের মাথা, পলো, মাছের চাই, মাথাল, লাঙল এবং মাছের ডোলা। এবারের শোভাযাত্রায় বিশেষ স্থান করে নিয়েছে বাংলার প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য পটচিত্র। পট বা বস্ত্রের ওপর এই লোকচিত্র আঁকা হয়।

পটচিত্রে আকবর, বাংলাদেশের জাতীয় পশু বাঘ, বাংলাদেশের ঐতিহাসিক সংগ্রাম ১৯৫২ ১৯৭১ এবং ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, বেহুলা লখিন্দর, বনবিবি এবং গাজীরপট আঁকা হয়েছে। প্রত্যেকটি চিত্রে উল্লেখযোগ্যভাবে বাঘ এবং বাঘের রং। এর আগে পহেলা বৈশাখ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পর্যাপ্ত সিসি ক্যামেরা আর্চওয়ে স্থাপনের ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।

 

 

বেতনা নিউজ ২৪/অ/ডে/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকাতে ফিরছে মানুষ, সদরঘাটে উপচেপড়া ভ

1

আনন্দ উল্লাসে পালিত হলো ‘আনন্দ শোভাযাত্রা’

2

অবরুদ্ধ গাজাবাসীর শান্তিপূর্ণ হরতাল আহ্বানে ইনসানিয়াতের একা

3

প্রতিনিয়ত ৩০ মিনিট হাঁটলে কী হয়?

4

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জ

5

আবারো চ্যাটজিপিটিতে নতুন সার্চ ইঞ্জিন যুক্ত করেছে ওপেনএআই

6

এনসিপি থেকে গাজী সালাউদ্দিনকে সাময়িক অব্যাহতি

7

অহেতুক অনুমান করা ক্ষতিকর

8

পিএসএলে করাচিকে উড়িয়ে দিলো ইসলামাবাদ, ম্যাচসেরা শাদাব খান,

9

অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলেএক স্কুলছাত্রীর

10

১৮ হাজার টাকার মধ্যে পানিরোধী স্মার্টফোন সি৭৫এক্স আনল রিয়েলম

11

জব্দ হিসাব থেকে কোটি টাকা উত্তোলন, প্রিমিয়ার ব্যাংককে জরিমা

12

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা তাহমিনা রহমান বরখাস্ত

13

এই গরমে কাঁচা আম কতটা উপকারী?

14

গাজায় ইসরায়েলের লাগাতার বোমাবর্ষণ, নিহত আরও অর্ধশতাধিক ফিলিস

15

প্রাইম এশিয়ায় দুই পক্ষের সংঘর্ষে ১ জন শিক্ষার্থী নিহত

16

কুমিল্লায় নেশার টাকার জন্য মাকে কুপিয়ে জখম করল ছেলে

17

প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে : ডা. শফিকুর রহমান

18

আগামী মে মাসের বাংলাদেশ দলের পাকিস্তান সফরের সম্ভাব্য সময়সূচ

19

বরগুনায় পৌর যুবলীগের সভাপতিসহ তিনজন আটক

20