অনলাইন ডেস্ক,
গুগলকে চ্যালেঞ্জ দিতে অর্থের বিনিময়ে ব্যবহারকারীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সার্চ ইঞ্জিন চ্যাটজিপিটিতে উন্মুক্ত করেছে ওপেনএআই। আগামী কয়েক সপ্তাহের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সার্চ ইঞ্জিন বিনামূল্যে, শিক্ষাপ্রতিষ্ঠান এবং এন্টারপ্রাইজ ব্যবহারকারীদের জন্যও চালু করবে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নতুন এ সুবিধা চালুর ফলে চ্যাটজিপিটির গ্রাহক এবং সার্চজিপিটি ব্যবহারকারীরা এখন চ্যাটজিপিটি ব্যবহারের সময় ওয়েব থেকে সরাসরি হালনাগাদ তথ্য পাবেন। বর্তমানে চ্যাটজিপিটির ওয়েবসাইট, আইওএস, অ্যান্ড্রয়েড, ম্যাকওএস ও উইন্ডোজ প্ল্যাটফর্মে চ্যাটজিপিটি প্লাস এবং টিম ব্যবহারকারীরা এই সুবিধা ব্যবহার করতে পারছেন।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীদের প্রশ্নের ওপর ভিত্তি করে চ্যাটজিপিটি নিজে থেকেই ওয়েবে তথ্য খুঁজবে অথবা ব্যবহারকারী ওয়েব সার্চ আইকনে ক্লিক করে সার্চ করতে পারবেন।
ওপেনএআই বলছে, নতুন এই সুবিধা এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ইন্টারনেটে আরো সহজে কাঙ্ক্ষিত এবং প্রাসঙ্গিক তথ্য খুঁজে পাওয়া যায়। ওপেনএআইয়ের ব্লগে বলা হয়েছে, ব্যবহারকারীরা এখন আরো গভীরভাবে তথ্য অনুসন্ধান করতে পারবেন। কেননা চ্যাটজিপিটি পুরো কথোপকথনের পরিপ্রেক্ষিত বিবেচনায় নিয়ে উত্তর দেবে।
বেতনা নিউজ ২৪ /অ/ডে/
মন্তব্য করুন