অনলাইন ডেস্ক,
টানা ৯ দিনের
ছুটি শেষে আজ রোববার (৬ এপ্রিল) থেকে খুলছে ব্যাংক-বিমা ও শেয়রবাজার। সেই সঙ্গে রমজান
মাসের সময়ের পরিবর্তে স্বাভাবিক সময়ে ফিরছে লেনদেন।
এর আগে গত ২৭ মার্চ (বৃহস্পতিবার) ব্যাংক-বিমা ও শেয়ারবাজারের সর্বশেষ কার্যদিবসে লেনদেন হয়। এরপর পবিত্র ঈদুল ফিতর, বিশেষ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে শনিবার পর্যন্ত বন্ধ থাকে কার্যক্রম।
স্বাভাবিক নিয়মে ব্যাংকে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন হয়। ব্যাংক খোলা থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
টানা ছুটির কারণে এবার ব্যাংকারদের বড় অংশ
বাড়তি ছুটি নেননি। পাশাপাশি ব্যাংক খোলার অপেক্ষা করছেন গ্রাহকদেরও অনেকে। ফলে আজ রোববার (০৬ এপ্রিল) পুরোদমে
ব্যাংক–বিমা
ও শেয়ারবাজারে লেনদেন শুরু হবে বলে
আশা করছেন খাত সংশ্লিষ্টরা।
বেতনা নিউজ
২৪ /অ/ডে/
মন্তব্য করুন